ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল ইস্তাম্বুল 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:০৭, ২৩ এপ্রিল ২০২৫

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল ইস্তাম্বুল 

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল ইস্তাম্বুল 

তুরস্কের রাজধানী ইস্তান্বুলে একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব কম্পনের মধ্যে একটি ছিল ৬ দশমিক ২ মাত্রার, যা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এ তথ্য নিশ্চিত করেছে। 

এএফএডি জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় মর্মারা সাগর তীরবর্তী সিলিভরি জেলায়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। এরপর ১২টা ৪৯ মিনিটে একই এলাকায় আরও একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। মাত্র দুই মিনিট পর, ১২টা ৫১ মিনিটে ইস্তান্বুলের বুয়ুকসেকমেসে এলাকায় আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৪।

ভূমিকম্পের সময় শহরের বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসে। কর্তৃপক্ষ নাগরিকদের ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছে।

এএফএডি আরও জানায়, বুয়ুকসেকমেসে এলাকায় এর পর আরও তিনটি ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পগুলোর প্রভাব মূল্যায়নের কাজ শুরু হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ফোন ও যানবাহন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে জরুরি পরিষেবাগুলো নির্বিঘ্নে কাজ করতে পারে।

ইস্তান্বুল গভর্নরের কার্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন