ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

পর্যটকদের রক্ষায় বীরের মতো বুক পেতে দেন কাশ্মীরি মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:০৮, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:০৯, ২৩ এপ্রিল ২০২৫

পর্যটকদের রক্ষায় বীরের মতো বুক পেতে দেন কাশ্মীরি মুসলিম

ছবি: ইন্ডিয়া টুডে

একে-৪৭ থেকে অনবরত চলছে গুলিবর্ষণ। চোখের সামনে মারা হচ্ছে একের পর এক পর্যটককে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় এমনই এক নারকীয় হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ঠিক তখনই নিজের জীবনের তোয়াক্কা না করে এক জঙ্গির উপর ঝাঁপিয়ে পড়েন স্থানীয় যুবক সৈয়দ আদিল হুসেন শাহ। 

আদিল পেশায় একজন টাট্টু চালক (ঘোড়ায় পর্যটক পরিবহনকারী)। বৈসরন ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের সময় তাদের জন্য ঘোড়ায় চড়ার ব্যবস্থা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পর্যটকদের ওপর গুলি চালাতে দেখে এক জঙ্গিকে ধরে ফেলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। আদিলকে লক্ষ্য করেও গুলি ছোড়ে হামলাকারীরা। ঘটনাস্থলেই প্রাণ হারান এই কাশ্মীরি যুবক। 

পহেলগামের বাসিন্দা আদিল হুসেন শাহ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার খবর পেয়ে বিকেলে বারবার ফোন করেন আদিলের বাবা। কিন্তু কোনো সাড়া না মেলায় থানায় যোগাযোগ করে পরিবার। সেখান থেকেই জানতে পারেন, ওই হামলায় প্রাণ হারিয়েছেন আদিল।  

আদিলের বাবা বলেন,  ‘এই ঘটনায় যেই জড়িত, শাস্তি তাকে পেতেই হবে।’  

আরও পড়ুন