ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

বিয়ের রেশ না কাটতেই শেষকৃত্যের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:২৬, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:১৭, ২৪ এপ্রিল ২০২৫

বিয়ের রেশ না কাটতেই শেষকৃত্যের প্রস্তুতি

শুভম-ঐশ্বন্যা। ছবি: আনন্দবাজার

মাত্র দুই মাস আগে, জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন শুভম দ্বিবেদী। ১২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঐশ্বন্যার সঙ্গে। এরপর স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় পাড়ি জমিয়েছিলেন কাশ্মীরে। অথচ, নবদম্পতির কাশ্মীরযাত্রা শেষ হলো রক্তাক্ত এক ট্র্যাজেডিতে।   

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকায় বৈসরনে পর্যটকদের লক্ষ্য করে চালানো জঙ্গি হামলায় নিহত হন ৩১ বছর বয়সী শুভম। হামলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বাইরে থেকে ঘুরতে আসা পর্যটক।  

পরিবারের সদস্যরা যখন হোটেলের আশপাশে ছিলেন, শুভম ও ঐশ্বন্যা পহেলগাঁওয়ের বৈসরনে ঘোড়ায় চড়ে ঘুরতে যান। তখনই জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, হামলাকারীরা পর্যটকদের নাম জিজ্ঞাসা করে এরপর গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শুভম। স্ত্রীর চোখের সামনেই ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড।

শুভমের চাচাতো ভাই সৌরভ জানিয়েছেন, হামলার আগে জঙ্গিরা পর্যটকদের নাম জিজ্ঞাসা করছিল। শুভমের নাম জানানোর পরপরই কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয় তাকে। 

জানা গেছে, সিমেন্ট ব্যবসায়ী শুভম স্ত্রী ও পরিবারের আরও ৯ জন সদস্যকে নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন। বিয়ের আনন্দের রেশ না কাটতেই শুভমের মৃত্যুতে কানপুরের বাসভবনে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের সাজঘরের জায়গায় এখন চলছে শেষকৃত্যের প্রস্তুতি।  

শুভমের মরদেহ ফিরিয়ে আনতে ইতোমধ্যে দিল্লির পথে রওনা হয়েছেন তাঁর আত্মীয়রা। স্থানীয় পুলিশ ও প্রশাসন জানিয়েছে, সকল প্রক্রিয়া শেষ হলে দু-এক দিনের মধ্যেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

ঢাকা এক্সপ্রেস/এসএআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন