ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

১ লাখ ৭৫ হাজার টাকা বেতনে সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি 

চাকরি ডেস্ক

প্রকাশ: ১৯:০৫, ৩ এপ্রিল ২০২৫

১ লাখ ৭৫ হাজার টাকা বেতনে সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি 

১ লাখ ৭৫ হাজার টাকা বেতনে সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি 

ম্যানেজিং ডিরেক্টর ও এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল) পদে দুজন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি সংস্থা বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল)। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: 

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অর্থনীতি/ ম্যানেজমেন্ট/ ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ–৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম ও করপোরেট গভর্ন্যান্সে জানাশোনা থাকতে হবে। 

নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। 

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ২০২৫ সালের ২৭ এপ্রিল ৫০ থেকে ৬২ বছর

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল-সুবিধা, জ্বালানি, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। 

নির্ধারিত ফরম নির্দিষ্ট লিংক থেকে ডাউনলোড করতে হবে। 

আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। 

যাঁরা স্মারক নং-২৭.৩১.০০০০.০০৫.২৩.০১২.২৩.২৮৮ (তারিখ: ৬ নভেম্বর ২০২৪)–এর আওতায় নিয়োগ বিজ্ঞপ্তিতে এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ার) পদে আবেদন করেছিলেন, তাঁরাও আবেদন করতে পারবেন। 

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নির্ধারিত লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল), আইইবি ভবন (অষ্টম ফ্লোর), ৮/এ, রমনা, ঢাকা।

আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৫। 
 

আরও পড়ুন