ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
Scroll
ট্রাম্পের প্রশাসনে থাকছে না মাস্কের চাকরি
Scroll
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির
Scroll
ব্লুমবার্গের বিশ্লেষণ: ট্রাম্পের শুল্ক গণনা পদ্ধতিই ‘অন্যায্য’, বাংলাদেশসহ গরিব দেশগুলোর জন্য বিপর্যয়কর
Scroll
ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা, বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া
Scroll
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
Scroll
সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
Scroll
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০০৩, ত্রাণ সরবরাহে যুদ্ধবিরতি ঘোষণা জান্তার
Scroll
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দেখে নিন এবারের ঈদে বাজারের আলোচিত পোশাক 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫:২৮, ২৪ মার্চ ২০২৫

দেখে নিন এবারের ঈদে বাজারের আলোচিত পোশাক 

ঈদ-উল-ফিতরের বাকি আর মাত্র এক সপ্তাহ। প্রায় সারা বছরই মুসলিমরা এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করেন। এই দিনকে ঘিরে থাকে নানান পরিকল্পনা। সেই পরিকল্পনার একটি বড় অংশ জুড়ে থাকে ঈদের কেনাকাটা। ধনী কিংবা দরিদ্র, কমবেশি সবাই নিজের এবং পরিবার পরিজনদের জন্য নতুন পোশাক কেনার চেষ্টা করেন।

রমজানের শুরু থেকেই পড়ে গেছে কেনাকাটার ধুম। সন্ধ্যা হলেই দেখা যায় জমজমাট স্ট্রিট মার্কেট থেকে নামীদামি শপিংমল। মেয়েদের ঈদপোশাকে এবার সালোয়ার–কামিজের আধিপত্য বেশ। লম্বা, খাটো—দুই ধরনের কামিজই রাজত্ব করছে। 

নতুন ধারা আর ছাঁটের পাশাপাশি জারদৌসির নকশাও এবার পোশাকে বেশ প্রাধান্য পাচ্ছে। এবারের ঈদ পোশাকে প্রাণবন্ত রঙের কাপড়ের ব্যবহার হয়েছে বেশি। যেমন গোলাপি রঙের নানা শেডের ব্যবহার চোখে পড়ার মত, আছে লাল রঙের ব্যবহারও। ঈদে গরম থাকার আশঙ্কা রয়েছে। সে জন্য পোশাকে সাদা বা বেজ কালারের আধিক্যও দেখা যাচ্ছে মার্কেটগুলোতে। 

চলুন দেখে আসি এবারের ঈদে বাজারে কোন পোশাক গুলো বেশি রাজত্ব করছে-

একটু হালকা রঙের পোশাক পরতে ভালোবাসেন যাঁরা, এ ধরনের পোশাক তাঁদের বেশ স্বাচ্ছন্দ্য দেবে। সামনের হালকা কাজ লং স্লিভলেস গাউন এনেছে উৎসবের আমেজ। 

লাল লম্বা গাউনটি তৈরি হয়েছে নরম সিনথেটিক কাপড়ে, বুকে হালকা কাজ। উৎসবের জন্য আরামদায়ক বাইরের পোশাক বলতে এ ধরনের পোশাককেই যেন বোঝায় পোশাক।

এ লাইন কাটের টিউনিক। ঈদের যেকোনো বেলায় ঘুরে বেড়ানোর জন্য আদর্শ। দুই দিকে বক্স প্লিট আর থ্রি–কোয়ার্টার হাতার এই পোশাকে বেশ স্মার্ট লুক আসবে।

শুধু শাড়িই নয়, জামদানি দিয়ে তৈরি হচ্ছে ভিন্ন ধারার পোশাক। ল্যাভেন্ডার রঙের এই জামদানির কামিজ ঈদের সাজে যোগ করবে আভিজাত্য।

ঈদের সকালটা শুরু হয় ব্যস্ততা দিয়ে। আবার এর ফাঁকেই থাকে অতিথির আনাগোনা। এ সময় এমন লম্বা ঘেরের কামিজ হতে পারে আদর্শ। আরাম, ফ্যাশন দুটোর সঙ্গেই থাকবে স্নিগ্ধতা।

বছরের শুরু থেকেই ব্যাপকভাবে দেখা গেছে শ্রাগের ব্যবহার। ঈদ ফ্যাশনেও সেই ধারা অব্যাহত থাকবে। কালো স্লিভলেস ইনার আর চাপা সালোয়ারের ওপর জড়িয়ে নিতে পারেন এমন লম্বা শ্রাগ।

আরও পড়ুন