ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
Scroll
ট্রাম্পের প্রশাসনে থাকছে না মাস্কের চাকরি
Scroll
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির
Scroll
ব্লুমবার্গের বিশ্লেষণ: ট্রাম্পের শুল্ক গণনা পদ্ধতিই ‘অন্যায্য’, বাংলাদেশসহ গরিব দেশগুলোর জন্য বিপর্যয়কর
Scroll
ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা, বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া
Scroll
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
Scroll
সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
Scroll
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০০৩, ত্রাণ সরবরাহে যুদ্ধবিরতি ঘোষণা জান্তার
Scroll
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ঈদ ফ্যাশনে নতুন চমক, ট্রেন্ডি পাঞ্জাবির কালেকশন বাজারে

ঈদে স্টাইলিশ পাঞ্জাবির কালেকশন নিয়ে এলো ‘বালুচর’ – রঙ ও ডিজাইনে বৈচিত্র্য

ঈদ ফ্যাশন ২০২৫

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮:৫৮, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ২১:৪০, ২৪ মার্চ ২০২৫

ঈদে স্টাইলিশ পাঞ্জাবির কালেকশন নিয়ে এলো ‘বালুচর’ – রঙ ও ডিজাইনে বৈচিত্র্য

ঈদ ফ্যাশন ২০২৫

ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। ফ্যাশন সচেতন মানুষেরা ঈদের রং ছড়ায় পাঞ্জাবি দিয়ে।পছন্দের পাঞ্জাবি বেছে নেওয়ার সময় ক্রেতার মাথায় থাকে নকশা, রং আর কাপড়ের ধরন। তাঁদের রুচি ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েই বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে ‘বালুচর’।

বিশাল পাঞ্জাবির সংগ্রহ নিয়ে হাজির হয়েছে ‘বালুচর’। নকশায় ছিমছাম, পরিচ্ছন্ন কারুকাজ ও অলংকরণ বেশি দেখা যাবে। ব্যবহার করা হয়েছে পিওর কটন, ব্লেন্ডেড কটন, ভিসকস, টু-টোন কটন, জ্যাকার্ড ফেব্রিক। অ্যাপ্লিক, কাটওয়ার্ক, কাঁথা স্টিচ, লে আউট প্রিন্টও দেখা যাবে। বয়স ও রুচির ভিন্নতার কথা মাথায় রেখেই এসব নকশা করা হয়েছে। আছে বয়সভেদে হালকা, ভারী নকশার বাহারি কাপড়ের মেলা। গরমের কারণে এবার সুতি কাপড়ে তৈরি পাঞ্জাবির সংগ্রহ বেশি। তবে হাফসিল্ক, ব্লেন্ডেড সিল্ক, মেশানো সুতি, জর্জেটের পাঞ্জাবিও মিলবে। কাপড় ও নকশাভেদে দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কেনা যাবে পাঞ্জাবি।

মূলত পাঞ্জাবিতে দেশীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য হাল ফ্যাশনের ফিউশন ঘটিয়ে তৈরি করছে নিজস্ব ধারা। তাতে থাকছে কাট ও প্যাটার্নে বৈচিত্র্য। ফ্যাশনিস্তাদের কাছে যা দ্রুততম সময়ে সমাদৃত হয়েছে। পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, কুর্তা, পায়জামা, কটি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। রেগুলার, স্লিম ও ফিট উভয় ধরনের পাঞ্জাবির সংগ্রহ রয়েছে। আছে এক্সক্লুসিভ পাঞ্জাবিও। এই ঈদে
বাবা-ছেলের স্পেশাল পাঞ্জাবির বিশাল কম্বো এসেছে। আউটলেটের পাশাপাশি অনলাইনেও কেনাকাটা করা যাবে।

ফ্যাশন ডিজাইনার শাহীন চৌধুরীর হাত ধরে বালুচরের যাত্রা শুরু ২০০৮ সালে। জগন্নাথ  বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সমসাময়িক ফ্যাশনকে দৃষ্টিনন্দন কারুকার্যের মাধ্যমে সবার সামনে তুলে ধরতেই ‘ফ্যাশন ফর ক্রিয়েশন’ স্লোগান নিয়ে বালুচরের পথচলা। এরই মধ্যে পরিণত হয়েছে ছেলেদের ট্রেন্ডি পাঞ্জাবি ও কুর্তার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। কাজের স্বীকৃতি হিসেবে বালুচর পেয়েছে বেশ কিছু সম্মাননা।

বালুচরের বিভিন্ন ড্রেস পাওয়া যাচ্ছে  ৯০/৯১ নিচতলা, আজিজ সুপার মার্কেট, লেভেল ৩, শাহবাগ, ঢাকা ও  ৮১-৮২, ১০২/এ, তৃতীয় তলায়। এছাড়া গাজীপুরের জয়দেবপুরে আহমদ আলী টাওয়ার, টাঙ্গাইলের জেলা সদর রোডে আকুরটাকুর পাড়ায়,  সিলেটের হবিগঞ্জের কমার্শিয়াল এরিয়াতে। 

ঈদের আনন্দে নতুন পোশাকের প্রতি সবারই বিশেষ আকর্ষণ থাকে। সেই ভাবনা মাথায় রেখে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘বালুচর’ এবার ঈদে এনেছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি। স্টাইলিশ ও ট্রেন্ডি ডিজাইনের এই কালেকশনে থাকছে বৈচিত্র্যময় রঙ, আধুনিক কাটিং ও আরামদায়ক কাপড়ের সংমিশ্রণ। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ঐতিহ্যবাহী ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবারের সংগ্রহ।

আরও পড়ুন