ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা
Scroll
পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা
Scroll
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
Scroll
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ
Scroll
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ
Scroll
সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, কমেছে তেলের দাম
Scroll
রপ্তানিকারকদের উদ্বেগ: যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হওয়া শুরু
Scroll
ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু
Scroll
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
Scroll
রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৪০

ঈদের খাওয়া-দাওয়ায় ভিন্নতা আনবে আস্ত মুরগির রোস্ট

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩:৫৬, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:২৪, ২৫ মার্চ ২০২৫

ঈদের খাওয়া-দাওয়ায় ভিন্নতা আনবে আস্ত মুরগির রোস্ট

মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। ঈদ মানেই নতুন জামাকাপড়ের সঙ্গে মজার মজার খাবারেরও প্রচলন রয়েছে। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে বন্ধুবান্ধব,পরিবারের সঙ্গে একত্রিত হয়ে ঈদের উৎসবে মেতে ওঠেন সকলেই। আর এই দিনটিতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে গৃহিণীর রসুইঘর। 

ঈদ উপলক্ষ্যে সবার ঘরেই নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন করা হয়। এ দিন বাড়িতে বাড়িতে মাংসের নানা পদ রান্না হয়। এছাড়া আত্মীয় ও বন্ধুদের বাসাতেও ঈদে দাওয়াত থাকে। সব মিলিয়ে ঈদ ও এর পরবর্তী দিনগুলোতে সবাই কমবেশি সুস্বাদু ও মজাদার খাবার খাওয়ার মধ্যেই থাকেন। একটু ভিন্নতা আনতে উৎসবের এ দিনটিতে বাড়িতেই তৈরি করতে পারেন আস্ত মুরগির রোস্ট।

উপকরণ: 

মাঝারি আকারের মুরগি ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুনবাটা ২ চা চামচ, পেঁয়াজবাটা ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, লবঙ্গ ২/৩ টি, দারুচিনি ৪/৫ টি, মরিচের গুঁড়া ১ চা চামচ, আধা কাপ টমেটো সস, আধা কাপ পানি, লবণ পরিমাণ মতো, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, লেবুর রস ১ চামচ, বাটার / ঘি ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, তেজপাতা ২ টি, বেরেস্তা ভাজা আধা কাপ, তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি: 

প্রথমে কাঁটা চামচ দিয়ে মুরগিটা অল্প করে কেচে নিন। এবার এতে টক দই, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, সয়া সস এবং লবণ দিয়ে ভালো করে মেখে এক ঘণ্টা মেরিনেট করুন। এক ঘণ্টা পর মুরগিটা তেলে হালকা করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। এবার ওই গরম তেলে তেজপাতা, লবঙ্গ ২/৩ টি, দারুচিনি ৪/৫ , কিছুক্ষণ ভেজে তাতে পেয়াজবাটা, বাকী আদা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিন। এরপর মরিচ বাটা, টমেটোর সস. মরিচের গুঁড়ো, গোল মরিচের গুঁড়া, বাদাম বাটা মিশিয়ে পানি দিন। মসলাটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে ভাজা মুরগিটা ছেড়ে দিন। স্বাদ বাড়াতে লেবুর রস যোগ করুন। এবার ঘি দিয়ে দিন। মুরগির গায়ে ভালো করে মসলা মাখিয়ে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।
 

আরও পড়ুন