শিরোনাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৪:৪৪, ২৫ মার্চ ২০২৫
বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে তুলে ধরতে চায় জনপ্রিয় এই ব্রান্ডটি। এবারের ঈদে ‘সাদাকালো’র কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফুলের মোটিভ, যা প্রকৃতি ও নান্দনিকতার সৌন্দর্যকে তুলে ধরে।
শাড়ি, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের পোশাক সহ নানা বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক এই সংগ্রহে রয়েছে। এছাড়াও রয়েছে বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম পোশাক যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে।
এবার প্রথমবারের মতো কো -অর্ড সেট কালেকশন এনেছে ব্রান্ডটি। ঈদ যেহেতু গরমের মধ্যে পড়বে, সেহেতু আরামদায়ক কাপড়ের কথা মাথায় রেখেই পোশাক ডিজাইন করেছে প্রতিষ্ঠানটির ডিজাইনাররা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা -আজহারুল হক আজাদ বলেন, ‘ঈদ মানেই আনন্দ ও উদযাপন। আমাদের এবারের কালেকশন ফ্যাশনপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে, যেখানে তারা ঐতিহ্যবাহী পোশাকে পাবেন সমসাময়িক ডিজাইনের ছোঁয়া’।