শিরোনাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫:৫৪, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:৫২, ২৭ মার্চ ২০২৫
বৈদ্যুতিক নিরাপত্তা বিধি
এবিষয়ে অনলাইনে বিভিন্ন গৃহস্থালি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সেবা এক্সওয়াইজেডের’ সহপ্রতিষ্ঠাতা ইলমুল হক বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য বাড়িতে না থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে খেয়াল রাখা প্রয়োজন। এখন অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বেশি, তাই এটা খেয়াল রাখতে হবে। বাড়ির নিরাপত্তা ও যন্ত্রপাতির নিরাপত্তার জন্য আপনার সব দিকেই নজর দেওয়া প্রয়োজন।’
ঈদের ছুটিতে বাড়িতে না থাকলে এসি ও গিজার বন্ধ রাখুন। এসব যন্ত্র চালু থাকলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
দীর্ঘ সময়ের জন্য বাড়ি খালি থাকলে ফ্রিজের সংযোগ বিচ্ছিন্ন করুন। তবে যদি কিছু খাবার সংরক্ষণ করা জরুরী হয়, তবে ফ্রিজের তাপমাত্রা সর্বনিম্ন রেখে যেতে পারেন।
ঈদের ছুটিতে বাড়ির বাইরে থাকলে ওয়াই-ফাই রাউটার চালু রাখার কোনো প্রয়োজন নেই। এটি অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ বাড়ায়। তাই নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাউটার এবং অন্যান্য ইন্টারনেট ডিভাইস বন্ধ রেখে বাড়িতে যাবেন।
বিদ্যুতের অপচয় রোধ এবং শর্টসার্কিটের ঝুঁকি কমাতে টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, চার্জার এবং অন্যান্য ডিভাইসের প্লাগ খুলে রাখুন ।
বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেটিক টাইমার সুইচ বা স্মার্ট লাইট ব্যবহার করতে পারেন। এই লাইটগুলেঅ রাতে নির্দিষ্ট সময়ের মধ্যে জ্বলবে ও নিভে যাবে, যা চোরের উপদ্রব ঠেকাতে সহায়ক।
বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলে সেটি অবশ্যই চালু রাখবেন। এতে দূরে থাকলেও বাড়ির ভেতর–বাইরে নজরদারি করতে পারবেন।
ছুটিতে বের হওয়ার আগে বাড়ির বৈদ্যুতিক সংযোগ নিয়ে সন্দেহ থাকলে পরীক্ষা করুন। বাড়ির প্রধান সুইচ বন্ধ করা সম্ভব হলে তা বন্ধ করে দিতে পারেন। ত্রুটিপূর্ণ তার বা যন্ত্র থাকলে, ছুটির আগেই তা মেরামত করে ফেলুন।
অনেকেই ছুটিতে গ্রাম বা দূরবর্তী স্থানে যান, ফলে বাসাবাড়ি ফাঁকা থাকে। তবে কি আপনি বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করেছেন? অসাবধানতা থেকে শর্ট সার্কিট, আগুন লাগার ঘটনা বা ইলেকট্রিক শক হতে পারে। তাই ছুটির আগে বাসার বিদ্যুৎ সংযোগ ও ইলেকট্রনিক ডিভাইস নিরাপদ রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা জরুরি। আসুন, জেনে নিই ছুটির আগে কীভাবে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।