শিরোনাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৬:০৪, ২৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:৪৯, ২৯ মার্চ ২০২৫
উৎসবের এ দিনটিতে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন আয়োজন থাকে। তাই এ দিনটিতে কোন পোশাকে কেমন সাজ হবে তা নিয়ে চিন্তিত থাকে ছোট বড় সকলেই। তাছাড়া এবারের ঈদ গরমের মধ্যে পড়ছে বলে আবহাওয়ার কথা মাথায় রেখে সাজটা হওয়া উচিত হালকা, আরামদায়ক ও দীর্ঘস্থায়ী। তাই প্রতিটি সময়ের জন্য আলাদা আলাদা সাজভাবনা মাথায় রেখে শুরু হোক ঈদ প্রস্তুতি।
ঈদের দিন সকালে যেমন সাজবেন-
ঈদের সকাল শুরু হয় নামাজের আয়োজন, পারিবারিক আড্ডা আর মিষ্টিমুখের আনন্দে। এ সময় চাই হালকা, পরিপাটি ও প্রশান্তির অনুভূতি জাগানো সাজ।
সকাল বেলার মেকআপে ত্বকের সঙ্গে মানানসই হলেও বিবি ক্রিম, সিসি ক্রিম এমন কিছু ফেইসে ব্যবহার না করাটাই ভালো। প্রথমেই সিরাম এবং একটি ময়েশ্চরাইজার ব্যবহার করে ফাউন্ডেশন দিতে হবে। ফাউন্ডেশনের পর যেখানে আমাদের কনসিলিং করা দরকার, যেমন ঠোঁটের পাশে, চোখের নিচে হালকা করে কনসিলারের সঙ্গে লুজ পাউডার দিয়ে সেট করে নেবেন।
পরে আইব্রাশটা সুন্দর করে এঁকে নিয়ে হালকা কালারের আইশ্যাডো ব্যবহার করে মাশকারা দিলেই চোখের সাজ শেষ। এখানে কাজল, লাইনার ব্যবহার না করলেই দেখতে সুন্দর লাগবে। ঠোঁটে ন্যুড কালার অথবা হালকা পিংক কালার লিপস্টিক দিতে পারেন।
সকালের সাজে খোলা চুলেই দেখতে ভালো লাগবে। সকালের সাজের সঙ্গে হালকা ও মসৃণ ফেব্রিকের, যেমন–কটন, লিনেন, মসলিনের পোশাক পরতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে সকালে হালকা গহনা বেছে নিন। হালকা সাজের সঙ্গে ছোট্ট কানের দুল, হাতের পাতলা চুড়ি বা রিস্টওয়াচ ভালো লাগবে।
দুপুরের সাজ-
ঈদের দুপুরের সাজ হতে হবে ভারসাম্যপূর্ণ, যেখানে প্রাধান্য পাবে স্টাইল, আরাম এবং সিজনাল স্পর্শ। এ দিন দুপুরে থাকে অতিথি আপ্যায়ন, ছবি তোলাসহ প্রিয়জনদের সান্নিধ্যে কাটানো আনন্দঘন মুহূর্ত। তবে, গরমের কথা মাথায় রেখে সাজপোশাকের ক্ষেত্রে আরাম ও সাচ্ছ্বন্দ্য প্রাধান্য দিন।
এ দিন দুপুরে মেকআপ স্মোকি লুক ভাল লাগবে না। ফ্রেশ লুকের সঙ্গে একটু পিংকিশ ব্লাশন, আইলাইনার, মাসকারা থাকলে দেখতে সুন্দর লাগবে। ঠোঁটে হালকা চকচকে গ্লোসি বা ম্যাট ব্রাইট পিঙ্ক রঙের লিপস্টিক দুপুরের জন্য মানানসই। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সফট রঙের সালোয়ার কামিজ বা হালকা কাজের শাড়ি পরতে পারেন এদিন। এর সঙ্গে মিলিয়ে মিডিয়াম সাইজের ঝুমকা বা স্টাডস দুল পরতে পারেন।
রাতের সাজ-
রাতের দাওয়াত, পার্টি বা পারিবারিক জমায়েতের জন্য প্রত্যেকেরই চাই একটু বেশি জমকালো লুক। তবে গরমের কথা মাথায় রাখতে হবে। সে লুক যেন অতিরিক্ত ধরনের না হয়।
রাতের বেলা মেকআপ করার আগে ময়েশ্চারাইজার এবং সিরাম ব্যবহার করে স্কিনটাকে সঠিকভাবে প্রস্তুত করে নিতে হবে। তারপর ফাউন্ডেশন, কনসিলার দিয়ে বেইজ তৈরি করে, হাইলাইটার দিয়ে গ্লো করে বেইজ কমপ্লিট করতে হবে। গোল্ডেন বেস রোজ, গোল্ডেন আইশ্যাডো ব্যবহার করা যায়। চাইলে চোখের সাজের ক্ষেত্রে একটু স্মোকি ফিল করতে পারি বা ন্যাচারাল আই লুকে মোটা করে লাইনার করা যেতে পারে। ঠোঁটে ডার্ক, রেড, বেরি অথবা যেকোনো ডার্ক কালারের ক্লাম টোনের লিপস্টিক পরতে পারি।
রাতের সাজে হেয়ার স্টাইলে চুল কার্ল করা যায়, চুলে টিজিং করা যায়। চুল তুলে খোঁপা করাসহ বিভিন্ন হেয়ারস্টাইল করা যায়। চুল খোলা রাখতে চাইলে ওয়েভি বা স্ট্রেইট লুক দিতে পারেন।
পোশাকের ক্ষেত্রে ভারী এমব্রয়ডারি বা সিল্কের শাড়ি বা গর্জিয়াস কুর্তি পরতে পারেন। এর সঙ্গে মানিয়ে স্টেটমেন্ট জুয়েলারি, যেমন– বড় কানের দুল, মালা বা ককটেল রিং পরতে পারেন।