শিরোনাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮:২২, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩৩, ৭ এপ্রিল ২০২৫
কি ভাবে খেতে হবে এই জাফরান?
যা যা লাগবে-
*গরুর দুধ ১ কাপ (গুঁড়ো দুধ নয়)
*জাফরান দানা ১ চিমটি (আসল ইরানি জাফরান)
*১ চামচ কিসমিস বাটা বা আস্ত কিসমিস (না দিলেও হবে)
*১ চা চামচ অরগানিক মধু
প্রণালী-
১. চুলায় আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিন। বেশি ঘন দুধ নেবেন না।
২. দুধের মাঝে জাফরান দিয়ে দিন। ২ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিন।
৩. এর মধ্য কিসমিস বাটা বা আস্ত কিসমিস দিয়ে দিন। কিসমিস মস্তিষ্ক ও ত্বকের জন্য খুব ভালো।
৪.কিসমিস মিশিয়ে দিন গরম দুধে, আর ঢাকনা দিয়ে রাখুন ৫ মিনিট।
৫. কুসুম কুসুম গরম হলে কাঁচের বা সিরামিকের কাপে ঢেলে নিন। মধু মিশিয়ে চায়ের মত পান করুন।
টিপস-
১.জাফরান দেখে শুনে কিনতে হবে।
২.দুধ ঠান্ডা হবার আগেই পান করুন।
৩.প্রচুর পানি পান করুন।
৪.ডায়াবেটিসের রোগী হলে কিসমিস ও মধু বাদ দিতে পারেন। তবে সেক্ষেত্রে লবণ ব্যবহার করতে পারেন।