ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা এক্সপ্রেস-এ যোগ দিলেন সোহেল অটল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০১, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:০০, ১২ এপ্রিল ২০২৫

ঢাকা এক্সপ্রেস-এ যোগ দিলেন সোহেল অটল

সাংবাদিক ও কথাসাহিত্যিক সোহেল অটল সম্প্রতি যোগ দিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা এক্সপ্রেস-এ। প্রতিষ্ঠানটিতে তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

সোহেল অটল দীর্ঘ দুই দশক ধরে পেশাদার সাংবাদিকতার সঙ্গে জড়িত। পাক্ষিক অন্যদিনের মাধ্যমে তার সাংবাদিকতায় চাকরি জীবন শুরু। তারপর দৈনিক জনকণ্ঠ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক বাংলাদেশের খবরসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি কথাসাহিত্যিক হিসেবেও রয়েছে সোহেল অটল এর সুনাম। পাঁচটি মৌলিক গ্রন্থ প্রকাশের মাধ্যমে ইতিমধ্যেই এক শ্রেণির পাঠকের মন জয় করেছেন তিনি। এ অঙ্গণে অবদানের জন্য সাব-এডিটরস কাউন্সিল সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন তিনি।

আরও পড়ুন