শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০১, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:০০, ১২ এপ্রিল ২০২৫
সোহেল অটল দীর্ঘ দুই দশক ধরে পেশাদার সাংবাদিকতার সঙ্গে জড়িত। পাক্ষিক অন্যদিনের মাধ্যমে তার সাংবাদিকতায় চাকরি জীবন শুরু। তারপর দৈনিক জনকণ্ঠ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক বাংলাদেশের খবরসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি কথাসাহিত্যিক হিসেবেও রয়েছে সোহেল অটল এর সুনাম। পাঁচটি মৌলিক গ্রন্থ প্রকাশের মাধ্যমে ইতিমধ্যেই এক শ্রেণির পাঠকের মন জয় করেছেন তিনি। এ অঙ্গণে অবদানের জন্য সাব-এডিটরস কাউন্সিল সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন তিনি।