শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৩, ৪ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফারজানা নামে এক যাত্রী অসুস্থ হওয়ার কারণে ফ্লাইটটি (বিজি ১৩৬) জেদ্দা থেকে রওনা হয়ে পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করে। করাচি বিমানবন্দরে ওই নারী যাত্রী ও শিশুসহ দুজনকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে পুনরায় ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
তিনি আরও বলেন, ‘ওই ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে দুপুর ১টার দিকে নিরাপদে অবতরণ করে। ওই যাত্রী দুজনের গন্তব্য ছিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
এর আগে, সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ছেড়ে আসে।
জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে ও বাংলাদেশ সময় ২টা ৩৫ মিনিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। বুধবার সকাল ৯টায় ফ্লাইটটি চট্টগ্রাম অবতরণের কথা ছিল। কিন্তু ফ্লাইটের মধ্যে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এই কারণে করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।