শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:২৪, ৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২০:২৪, ৪ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বারাসাত রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা। এসময় খবর পেয়ে বারাসাত থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মধ্যে থেকে প্রথমে দুইজনকে গ্রেপ্তার করে। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই তিন যুবকের নাম, আর্য দাস, সুবীর দাস ও রিপন চ্যাটার্জী। এ ব্যাপারে বজরং দলের সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানান, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। হুঁশিয়ারি দেন, গ্রেফতার তিন যুবককে পুলিশ না ছাড়লে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৭ জন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ কর্মকর্তাকে। তারপরই নড়েচড়ে বসে দিল্লীর এবং ত্রিপুরা রাজ্য সরকার। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের অফিসে। নিরাপত্তার কথা জানিয়ে দূতাবাস বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার।