শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২২, ১৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:২৬, ১৪ জানুয়ারি ২০২৫
অপরাধী ধরতে কারও রক্তচক্ষুকে ভয় পাই না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল এবং আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৪ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের যুগ্ম-কমিশনার সৈয়দ হারুন অর রশীদ, গোয়ন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, তেজগাঁও গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৭ জন অপরাধীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিবি প্রধান। অভিযানে সোমবার রাতে খিলগাঁওয়ের একটি গোপন আস্তানাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অপরাধী গ্রেপ্তারের পাশাপাশি ৭.৬২ বোরের একটি চায়না রাইফেল, একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ৭.৬২ চায়না রাইফেলের ৯ রাউন্ড গুলি, ছয়টি রামদা , ২৪টি মোবাইল ও ১০০ কেজির ওপর গাঁজা জব্দ করা হয়।
গণমাধ্যমকে রেজাউল করিম মল্লিক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। কোনো সন্ত্রাসী আইনের হাত থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক বা ইমন। তাদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অবশ্যই তারা গ্রেপ্তার হবে।’
সবাইকে সতর্ক করে মল্লিক বলেন, ‘অবৈধ মজুদদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। যতোই চক্রান্ত করুক না কেন, পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। সাম্প্রতিক সময়ে সারাদেশব্যপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে।’
সম্প্রতি, এই দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। সর্বশেষ ইমনের বিরুদ্ধে এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় এক নম্বর আসামি করা হয়।