ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৭ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

চলতি অর্থবছরেই মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এজন্য নিলামের আয়োজনের প্রস্তুতি চলছে।

ঢাকায় আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্পেকট্রাম বিষয়ক সিম্পোজিয়ামের উদ্বোধন শেষে এ তথ্য জানান বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

তিনি সাংবাদিকদের জানান, এই মুহূর্তে সাতশ মেগাহার্টজ তরঙ্গের ২৫ মেগাহার্টজ তরঙ্গ বারাদ্দ পাবে মোবাইল অপারেটররা। এর মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন। যার ফলে কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশাবাদী তিনি।

তরঙ্গের খরচ কমানো হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, একেক দেশের চাহিদা এবং যোগান একেক রকম হয়। বাংলাদেশের তরঙ্গের খরচ স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করা হবে। তিন দিনের সিম্পোজিয়ামে আইটিইউ এর গাইডলাইন অনুযায়ী ভবিষ্যত তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন