শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৮, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ২০:০৫, ১১ মার্চ ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য 'প্রক্সি ভোটিং' পদ্ধতি চালুর কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীদের ভোটের আওতায় আনার জন্য একটি কমিটি রয়েছে। আগামী নির্বাচনের জন্য তার প্রস্তাব করেছে, যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং প্রধান উপদেষ্টা যেভাবে প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে চাই, তাহলে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে।’
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘দেশে অবস্থানরত একজন ভোটার প্রবাসী বাংলাদেশির পক্ষ হয়ে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় তার ভোটটা দিয়ে দেবেন। এটাই হচ্ছে প্রক্সি ভোট। আমাদের কমিটির কাছে বিবেচ্য বিষয় হচ্ছে, পরিচয় নিশ্চিত হওয়া, ভোটের গোপনীয়তা রক্ষা। যে সিস্টেমেই যাই না কেন, তা হতে হবে নির্ভরযোগ্য।’