ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

‘কোন সরকার নয়, দুই দেশের স্বার্থের ওপর ভিত্তি করে চীনের সম্পর্ক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৮, ১১ মার্চ ২০২৫

‘কোন সরকার নয়, দুই দেশের স্বার্থের ওপর ভিত্তি করে চীনের সম্পর্ক’

যারাই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে চীন। মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন জানিয়ে ইয়াও ওয়েন বলেন, কোন নির্দিষ্ট সরকারের সাথে চীনের সম্পর্ক না; চীনের সম্পর্ক নির্ভর করে দুই দেশের জনগণের লাভ ও স্বার্থের উপর। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোক না কেন, বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনও পরিবর্তন আসবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এসময় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে ভালো সম্পর্ক থাকার কথাও জানান চীনা রাষ্ট্রদূত।

রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন ইয়াও ওয়েন। তাদের প্রত্যাবাসন নিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই সংকটের একমাত্র সমাধান, আর এ কাজে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। তবে এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপের ওপরও গুরুত্ব আরোপ করেন চীনা রাষ্ট্রদূত।

রোহিঙ্গা প্রত্যাবাসনে যা করা দরকার চীন তাই করবে বলে জানান তিনি। এসময় আমরা স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ চাই বলে আশা ব্যক্ত করেন ইয়াও ওয়েন।

মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার বিষয়টি উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা আর্মি ও রাখাইন মিলিটারির সাথে কাজ করছি যাতে একটা রাজনৈতিক সমাধান হয়। তবে আসিয়ান, ইউএন’র মত আন্তর্জাতিক সংস্থার সহায়তাও দরকার, না হলে সংকট তৈরি হতে পারে। এজন্য সব অংশীজনদের একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি।
 

আরও পড়ুন