শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬, ১২ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:০২, ১২ মার্চ ২০২৫
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়েছেন শিক্ষার্থীরা। তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ শিক্ষার্থী। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যাখ্যাত লাকী আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন তারা। একই সঙ্গে তারা রাজধানীতে পুলিশের ওপর হামলার প্রতিবাদ ও ফ্যাসিবাদের সব দোসরের গ্রেপ্তারের দাবিও জানান।
শিক্ষার্থীরা ‘শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।
শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। লাকি আক্তাররা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল। তারা আজ পুলিশের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা আর শাহবাগের উত্থান মেনে নেব না।’
বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যতদিন জুলাই যোদ্ধারা জেগে থাকবে, ততদিন ১৩ এর শাহবাগ ফেরত আসতে পারবে না। যতবার লাকিরা ফেরত আসার চেষ্টা করবে, ততবার জুলাই ফিরে আসবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা বোনদের ধর্ষণকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি করার চেষ্টা করছো, তা বাংলাদেশের ছাত্রসমাজ রুখে দেবে।’