শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৩, ১২ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:৫৩, ১২ মার্চ ২০২৫
আগামী বৃহস্পতিবার (১৩মার্চ) চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রায় সাত বছরের মাথায় তার দ্বিতীয় দফা বাংলাদেশ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ধরে রাখতে ও তহবিল আদায়ে এ সফর বেশ কার্যকরী হবে।
এদিকে কূটনীতিকদের আশা, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোকে এক যোগে কাজ করার পরামর্শ দিতে পারেন আন্তোনিও গুতেরেস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তাঁরা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখানে আশ্রয়শিবির পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ইফতার করবেন দুজন।
জাতিসংঘ মহাসচিব এর আগেও কয়েকবার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এটিই প্রথম সফর। দুজনের এই সফরে রোহিঙ্গাদের মধ্যে আশার আলো সৃষ্টি হয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার খবরে আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। সরকারি সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ইফতার অনুষ্ঠানে থাকবে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, মরিচ্যা, শরবতসহ আনুষঙ্গিক বিভিন্ন খাবার।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিন বলছেন, ‘মিয়ানমারে স্থিতিশীলতার জন্য দিক নির্দেশনা দিতে পারেন গুতেরেস।’
জাতিসংঘকে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বছর কাতারের দোহায় হতে পারে আয়োজন। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, গুতেরেসের বাংলাদেশ সফর, সম্মেলন আয়োজন ও তহবিল গঠনে ভূমিকা রাখবে।