শিরোনাম
ডিএক্স নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৫০, ১২ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:৫৮, ১২ মার্চ ২০২৫
মিরপুর ডিওএইচএস সংলগ্ন মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশনের পিলার নম্বর ১১৪ থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এম পি চেকপোস্ট পর্যন্ত সড়কে বন্ধ থাকবে যান চলাচল। মঙ্গলবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর ডিওএইচএস সংলগ্ন সড়কটিতে সংস্কার ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত যানবাহন ও পথচারীদের বিকল্প রাস্তাগুলি ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ১৪ মার্চ সকাল থেকে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএনসিসি।