শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪২, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:৫৯, ১৩ মার্চ ২০২৫
দাবি আদায়ের নামে রাস্তা না আটকানোর হুশিঁয়ারি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, সামনে ঈদ তাই সড়ক অবরোধ করে জনগণের ঈদ যাত্রায় ভোগান্তি বয়ে আনা গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের কার্যক্রম যারা করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
জনগণের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে দেশের সেবা করার সুযোগ করে দেয়ার জন্য দেশবাসীকে আহবান জানান আইজিপি।
২০ রমজানের মধ্যে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের ১৫ দিনের আংশিক বেতন পরিশোধ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালিকপক্ষের প্রতি অনুরোধও জানান আইজিপি।
আইজিপি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি তাদের অক্লান্ত পরিশ্রম এবং পেশাগত দায়িত্ববোধের জন্য গর্ব অনুভব হয় বলে উল্লেখ করেন। তিনি সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।’