শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৮, ১৩ মার্চ ২০২৫
ডিএনসিসি এলাকায় ড্যাপে প্রস্তাবিত মাঠ, পার্ক ও জলাধারের খাজনা গ্রহণ ও জমি হস্তান্তর বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এছাড়াও ড্যাপে প্রস্তাবিত সংরক্ষিত জায়গা দখলমুক্ত করতে যৌথভাবে অভিযান করবে ডিএনসিসি ও রাজউক।
বৃহস্পতিবার দুপুরে গুলশান নগরভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে 'বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫' তে প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক, ইকো পার্ক সমূহের সংরক্ষণ ও দখলমুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান , 'ড্যাপের নির্ধারিত মাঠ, পার্ক ও জলাশয়ের মৌজা ও দাগ নম্বর উল্লেখ করে আমরা জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে এসব জায়গার খাজনা গ্রহণ ও জমি হস্তান্তর বন্ধ রাখতে আহবান জানাবে ডিএনসিসি। এসব জায়গা ও জলাশয় যেকোনো সরকারি সংস্থা বা ব্যাক্তি মালিকানার হলেও এগুলো সংরক্ষণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে এসব জায়গায় সাইনবোর্ড লাগানো হবে যাতে কোন ভবন বা স্থাপনা নির্মাণ করা না হয়। অবৈধ দখলমুক্ত করতে ঈদের পরে রাজউক ও ডিএনসিসি যৌথভাবে অভিযান পরিচালনা করবে বলেরও জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, 'ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় রাজউক কর্তৃক প্রণীত 'বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫' তে প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক, ইকো পার্ক সমূহের থানা, মৌজা ও দাগ নম্বর অনুযায়ী সীমানা চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের জন্য রাজউকসহ সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করে যৌথভাবে পদক্ষেপ নেয়া । জেলা প্রশাসন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজউক ও অন্যান্য সরকারি সংস্থার মালিকানাধীন জমি, খাস জমি ও অন্যান্য খালি জায়গা, মাঠ, পার্ক, জলাশয় এগুলো রক্ষণে সংশ্লিষ্ট দফতরের সাথে সমন্বয় করে দ্রুত বাউন্ডারির ব্যবস্থা করা হবে।'