শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩০, ১৪ মার্চ ২০২৫
বৈঠকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। রমজান মাস উপলক্ষে সংহতি জানিয়ে এই সফর হলেও এখানে প্রাধান্য পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। সফরে রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা যায়।
একই সাথে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ধ্যায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। রাতেই ফিরবেন ঢাকাতে। এ সময় তার সফর সঙ্গী হবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
শনিবার (১৫ মার্চ) মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। এদিন ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।