শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:৩৪, ১৪ মার্চ ২০২৫
কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে, বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন তিনি।
বিমানবন্দর ও জলবায়ু কেন্দ্র পরিদর্শন শেষে হেলিকপ্টারযোগে উখিয়ায় পৌঁছবেন প্রধান উপদেষ্টা। সেখানে একাধিক বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন দুজন।
এদিকে, প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ক্যাম্পে আসার খবরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। রোহিঙ্গা নেতাদের আশা, তাঁদের দুজনের প্রচেষ্টায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। এর আগেও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব। তবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এবারই প্রথম।