শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩১, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:৩১, ১৪ মার্চ ২০২৫
তিনি বলেন, ‘সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। তবে এ পর্যন্ত টিকিট কেনায় কোনও সমস্যা হয়নি। কোনও অভিযোগ পাওয়া যায়নি।’ এদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের প্রায় ১৫ হাজার ৭৭৩টি বিক্রি শুরু হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল ১০টার মধ্যে বেশিরভাগ টিকিট সেল হয়ে গেছে।
কোন তারিখে কোন ট্রেনের টিকিট পাওয়া যাবে:
১৪ মার্চে ২৪ মার্চের টিকিট বিক্রি হবে
১৫ মার্চে ২৫ মার্চের টিকিট বিক্রি হবে
১৬ মার্চে ২৬ মার্চের টিকিট বিক্রি হবে
১৭ মার্চে ২৭ মার্চের টিকিট বিক্রি হবে
১৮ মার্চে ২৮ মার্চের টিকিট বিক্রি হবে
১৯ মার্চে ২৯ মার্চের টিকিট বিক্রি হবে
২০ মার্চে ৩০ মার্চের টিকিট বিক্রি হবে
রেল মন্ত্রণালয় জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে কোনও টিকিট পাওয়া যাবে না। টানা সাত দিন ধরে এই প্রক্রিয়া চলবে।
গত ৬ মার্চ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে আরও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।