ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

৩০ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

প্রধান উপদেষ্টাকে চার মামলার আসামী ব্রিফ করতে পারেননি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৭, ১৪ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টাকে চার মামলার আসামী ব্রিফ করতে পারেননি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুষ্ঠানে যেতে পারেননি। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিমানবন্দর নিয়ে প্রধান উপদেষ্টার সামনে তার প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল। তবে তার স্থলে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।

শুক্রবার দুপুরে এই প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টাসহ বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের চার মামলার আসামি হওয়ায় সম্প্রতি প্রকৌশলী হাবিবুর রহমানকে ঘিরে সমালোচনার ঝড় উঠে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করে একাধিক সংবাদমাধ্যম। এরপর নাকি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে হাবিবুর রহমানের বিষয়ে আপত্তি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ব্রিফ করার জন্য প্রেজেন্টেশন তৈরি করছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয় নিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক বরাবর চিঠি দেন দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির ড. মো. জোবাইর আলম।

চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের সঙ্গে হাবিবুর রহমানের গভীর সম্পর্ক ইতোমধ্যে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে।

সম্প্রতি হাবিবুর রহমানের বিরুদ্ধে চারটি দুর্নীতির মামলা করেছে দুদক। এসব মামলার অন্য আসামিরা হলেন– তারিক আহমেদ সিদ্দিকী, মহিবুল হক, সাবেক যুগ্ম সচিব জনেদ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক।

আরও পড়ুন