শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৩, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:২৩, ১৪ মার্চ ২০২৫
ঢাকার মোহাম্মদপুরে খুন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) ডিএমপি’র মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৩ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাদের গ্রেপ্তার করে।’
গ্রেফতার পাঁচজন হলেন: আব্দুল্লাহ, ইসমাইল, কামাল, রাফি ও মুজাহিদ।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, বৃস্পতিবার (১৩ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জিআর পরোয়ানাভুক্ত আসামি একজন, ডিএমপি মামলার আসামি একজন, ডাকাতি মামলায় একজন, সন্ত্রাস বিরোধ আইনে একজন এবং খুনের মামলায় একজন।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার।