ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঈদের তৃতীয় দিনেও কমলাপুরে যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৩, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৩২, ২ এপ্রিল ২০২৫

ঈদের তৃতীয় দিনেও কমলাপুরে যাত্রীদের ভিড়

ঈদের তৃতীয় দিনেও কমলাপুরে যাত্রীদের ভিড়

ঈদের তৃতীয় দিন সকালেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। ব্যস্ততা ও ঈদের আগের ভিড় এড়াতে পরের সময়টা বেছে নেন অনেকেই। বুধবার (২ এপ্রিল) ভোর থেকেই ট্রেনে বাড়ি ফেরার জন্য হাজির হন অনেক যাত্রী। 

সকাল থেকে এ পর্যন্ত ধুমকেতু, পারাবত, তিস্তা এক্সপ্রেস, মহাসাগর প্রভাতী, সুন্দরবন’সহ ৯টি ট্রেন ছেড়ে গেছে। তবে স্টেশন থেকে নির্ধারিত সময়ের পরে ট্রেন ছেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়নি এবছর। দক্ষিণ ও উত্তরাঞ্চলের কোনো ট্রেনেই সকাল থেকে কোন শিডিউল বিপর্যয় ঘটেনি। সময়মতোই স্টেশন ছেড়ে যাচ্ছে সব ট্রেন।

এ বছর ঈদের ছুটি বেশ লম্বা থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে এখনও অনেকে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাহিরে যাচ্ছেন ঘুরতে। ঝক্কিঝামেলা থেকে কিছুটা নিস্তার পেতেই এই সময়টা বেছে নিয়েছেন বলে জানান যাত্রীরা।

আরও পড়ুন