শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫, ২ এপ্রিল ২০২৫
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা একটি দপ্তর আদেশ জারি করে এই বরাদ্দ অনুমোদন দিয়েছেন।
তাতে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বছরব্যাপী (মার্চ ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত) বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণ এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ে ৭ লাখ ৪০ হাজার ২৭০ টাকা অগ্রিম প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ডিএসসিসির ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য (মার্চ-জুন) বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ, অপসারণ এবং চিকিৎসা প্রদানের লক্ষ্যে ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়।