ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৮, ২ এপ্রিল ২০২৫

দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে জঙ্গিবাদের উত্থানের ঘটনার মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুবেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি পোস্ট করছেন, কার পোস্টে কি বলা হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম।

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় অনেক নিরীহ মানুষকে মামলা দেয়া হয়েছে যাদের নাম এজাহারে নেই এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি সত্য। তিনি আরও বলেন, এক্ষেত্রে এমনও অনেকে আছেন যাদের নাম এজাহারে আছে কিন্তু তারা ঘটনার সাথে কোনভাবে জড়িত নয়। এমন অনেকেই ছিলো যারা তখন দেশের বাইরে ছিলেন।

মো. জাহাঙ্গীর আলম জানান, ‘এটা যাতে না হয় তাই সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে। যেন কোনোভাবেই নিরীহ লোকজন সাজা না পায়। কোনো ভাবেই কোনো দুস্কৃতিকারীকে ছাড় দেয়া হবে না।’ 

পরিদর্শনের সময় তিনি পুলিশের বিভিন্ন পদে কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় থানাগুলোকে নিজস্ব ভবনে সরিয়ে নেবার বিষয়ে গুরুত্ব দেন তিনি।
 

আরও পড়ুন