ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
Scroll
ট্রাম্পের প্রশাসনে থাকছে না মাস্কের চাকরি
Scroll
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির
Scroll
ব্লুমবার্গের বিশ্লেষণ: ট্রাম্পের শুল্ক গণনা পদ্ধতিই ‘অন্যায্য’, বাংলাদেশসহ গরিব দেশগুলোর জন্য বিপর্যয়কর
Scroll
ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা, বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া
Scroll
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
Scroll
সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
Scroll
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০০৩, ত্রাণ সরবরাহে যুদ্ধবিরতি ঘোষণা জান্তার
Scroll
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

শীর্ষ দেশগুলোতে হ্রাস

চলতি বছর কয়লা আমদানিতে বাংলাদেশের উল্লেখযোগ্য বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৬, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৪৪, ২ এপ্রিল ২০২৫

চলতি বছর কয়লা আমদানিতে বাংলাদেশের উল্লেখযোগ্য বৃদ্ধি

চলতি বছর কয়লা আমদানিতে বাংলাদেশের উল্লেখযোগ্য বৃদ্ধি

২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) বিশ্বের বৃহৎ কয়লা আমদানিকারক দেশগুলো কয়লা আমদানি কমিয়ে দিয়েছে। তবে, এই পরিস্থিতিতেও কিছু দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এই তালিকার উপরের দিকে নাম রয়েছে বাংলাদেশর।

জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপ্লারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ দেশগুলোর কয়লা আমদানি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

কেপ্লারের তথ্য অনুযায়ী, শীর্ষ চারটি কয়লা আমদানিকারক দেশ—চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া—২০১৪ সালে বিশ্বের মোট কয়লা আমদানির ৬৯ শতাংশের গন্তব্য ছিল এসব দেশে। তবে এরা সবাই ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে কয়লা আমদানি ১০ শতাংশের বেশি কমিয়েছে। ফলে এই সময়ে কয়লা আমদানি হয়েছে প্রায় ২৪০ মিলিয়ন টন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ মিলিয়ন টন কম।  

চীন বিশ্বের সবচেয়ে বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশ। তবে এবছর দেশটি প্রথম ত্রৈমাসিকে কয়লা আমদানি সবচেয়ে বেশি কমিয়েছে। দেশটির আমদানি ৮৫ মিলিয়ন টন থেকে কমে ৬৭ মিলিয়ন টনে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকের পর সর্বনিম্ন ধরা হচ্ছে। এদিকে  ভারতের কয়লা আমদানিও কমেছে প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন টন।

বিশেষজ্ঞরা বলছেন, সবুজ জ্বালানি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এসব দেশ কয়লার ব্যবহার কমাতে পেরেছে।

অন্যদিকে তুরস্ক, ভিয়েতনাম ও বাংলাদেশের ক্ষেত্রে এ চিত্র ভিন্ন। এই দেশগুলো ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ কয়লা আমদানি করেছে। এদর সাথে সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ায়ও কয়লা আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া থাইল্যান্ড, পাকিস্তান, হংকং, মরক্কো এবং নেদারল্যান্ডসেও কয়লা আমদানির প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশের এই বৃদ্ধি প্রায় ১ মিলিয়ন (১০ লাখ) টন।

আরও পড়ুন