শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৬, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৪৪, ২ এপ্রিল ২০২৫
চলতি বছর কয়লা আমদানিতে বাংলাদেশের উল্লেখযোগ্য বৃদ্ধি
জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপ্লারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ দেশগুলোর কয়লা আমদানি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
কেপ্লারের তথ্য অনুযায়ী, শীর্ষ চারটি কয়লা আমদানিকারক দেশ—চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া—২০১৪ সালে বিশ্বের মোট কয়লা আমদানির ৬৯ শতাংশের গন্তব্য ছিল এসব দেশে। তবে এরা সবাই ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে কয়লা আমদানি ১০ শতাংশের বেশি কমিয়েছে। ফলে এই সময়ে কয়লা আমদানি হয়েছে প্রায় ২৪০ মিলিয়ন টন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ মিলিয়ন টন কম।
চীন বিশ্বের সবচেয়ে বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশ। তবে এবছর দেশটি প্রথম ত্রৈমাসিকে কয়লা আমদানি সবচেয়ে বেশি কমিয়েছে। দেশটির আমদানি ৮৫ মিলিয়ন টন থেকে কমে ৬৭ মিলিয়ন টনে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকের পর সর্বনিম্ন ধরা হচ্ছে। এদিকে ভারতের কয়লা আমদানিও কমেছে প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন টন।
বিশেষজ্ঞরা বলছেন, সবুজ জ্বালানি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এসব দেশ কয়লার ব্যবহার কমাতে পেরেছে।
অন্যদিকে তুরস্ক, ভিয়েতনাম ও বাংলাদেশের ক্ষেত্রে এ চিত্র ভিন্ন। এই দেশগুলো ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ কয়লা আমদানি করেছে। এদর সাথে সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ায়ও কয়লা আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এছাড়া থাইল্যান্ড, পাকিস্তান, হংকং, মরক্কো এবং নেদারল্যান্ডসেও কয়লা আমদানির প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশের এই বৃদ্ধি প্রায় ১ মিলিয়ন (১০ লাখ) টন।