ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
Scroll
ট্রাম্পের প্রশাসনে থাকছে না মাস্কের চাকরি
Scroll
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির
Scroll
ব্লুমবার্গের বিশ্লেষণ: ট্রাম্পের শুল্ক গণনা পদ্ধতিই ‘অন্যায্য’, বাংলাদেশসহ গরিব দেশগুলোর জন্য বিপর্যয়কর
Scroll
ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা, বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া
Scroll
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
Scroll
সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
Scroll
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০০৩, ত্রাণ সরবরাহে যুদ্ধবিরতি ঘোষণা জান্তার
Scroll
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

মাকে নিয়ে পার্কে হাঁটলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৯, ২ এপ্রিল ২০২৫

মাকে নিয়ে পার্কে হাঁটলেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন চিকিৎসার জন্য লন্ডনে তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন। অর্ধযুগের বেশি সময় পর সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন দেশের অন্যতম জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব। 

মঙ্গলবার বিকালে স্থানীয় একটি পার্কে খালেদা জিয়াকে বেড়াতে নিয়ে যান তারেক রহমান। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে পার্কের রাস্তায় ঘোরাচ্ছেন তার একান্ত সহকারী মো. মাসুদুর রহমান। পাশেই তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান হাঁটছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনও সঙ্গে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল উনাকে গাড়ি থেকে নামিয়ে জাস্ট হুইল চেয়ারে করে ঘুরনো হয়েছিল। আবহাওয়াটা বেশ ভালো ছিল। শীত কম ছিল, সেজন্য কিছুক্ষণ ঘুরানো হয়েছিল। একটু মন ভালো রাখার জন্য।পার্কের নানা রঙের ফুল, এগুলো দেখলে ম্যাডামের একটু ভালো লাগবে এই চিন্তা করে এটা করা হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন, উনাকে একটু হাঁটাতে পারলে ভালো হয়… এটাতে উনার মানসিক প্রশান্তি যেমন আসবে, শারীরিকভাবেও সজীব অনুভব করবেন।’

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ কিডনি ও হার্টের জটিলতায় ভুগছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। সেখানে ১৭ দিন চিকিৎসার পর চিকিৎসকরা তাকে তারেক রহমানের বাসায় নেওয়ার অনুমতি দেন।

খালেদা জিয়া এখন কেমন আছেন জানতে চাইলে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, উনার ডাক্তাররা (লন্ডন ক্লিনিকের ডাক্তাররা) বাসায় উনাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়ত উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে। ডাক্তার সাহেবরা যেসব পরীক্ষা করতে বলেছেন, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন কত দ্রুত উনি ছুটি দেওয়ার মত অবস্থায় যেতে পারবেন।’

লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

আরও পড়ুন