ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২২, ৩ এপ্রিল ২০২৫

গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি

গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি গণপরিষদ নির্বাচনেও একক প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছে দলটি। রংপুরে সংবাদমাধ্যমকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সদস্য সচিব আখতার হোসেন।

এসময় দলের আবেদন ও মার্কার জন্য প্রস্তুতি প্রায় শেষের পথে বরে জানান আখতার হোসেন বলেছেন। তিনি আরও বলেন উচ্চ আদালতের রায়ের আলোকেই কমিশনে আবেদন জমা দেয়া হবে। 

আখতার হোসেন বলেন, ‘ইসিতে নিবন্ধিত হতে যেসব শর্ত রয়েছে যেমন- ২১টি জেলা ও ১০০টি উপজেলায় কমিটি ও অফিস থাকার যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এসব শর্ত পূরণ করতে পারবো। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবো। এনসিপি সবেমাত্র যাত্রা শুরু করেছে তা সত্য, কিন্ত আমাদের যাত্রায় গণমানুষের সমর্থন রয়েছে।’

এনসিপি সদস্য সচিব আরও জানিয়েছেন, ‘সংস্কার ও বিচার দৃশ্যমান করা, একইসাথে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে, সে ব্যাপারে যেন সরকার তাদের কর্মসূচিগুলো গ্রহণ করে। সরকারকে যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটিকে ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই তারা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।’

এসময় আখতার হোসেন আরও বলেছেন, ‘শুধু ঐতিহাসিক নয়, অভ্যুত্থানের দালিলিক হিসেবে সরকারকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সরকার যেন নিজ উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র তারা জারি করেন।’

জাতীয় নাগরিক পার্টির এ নেতা আগামী নির্বাচনে কাউনিয়া-পীরগাছা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে লড়বেন বলেও জানান তিনি। তাই এলাকায় নানামুখী দৌড়ঝাঁপ চলছে তার। 

ঈদের নামাজের পর তিনি শহীদদের বাড়িতে বাড়িতে ঘুরে সকলের খবর নিয়েছেন। এর আগে গত ২৭ মার্চ ৬ দিনের রংপুরে সফরে আসার সময় ভ্যান গাড়িতে গণসংযোগ করেন আখতার হোসেন।
 

আরও পড়ুন