ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

২৮ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

মোদির কাছে হাসিনাকে ফেরত চেয়েছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৪, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২০, ৪ এপ্রিল ২০২৫

মোদির কাছে হাসিনাকে ফেরত চেয়েছেন ড. ইউনূস

নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস

বাংলাদেশে আগস্টে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে প্রথমবারের মত দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককের স্যাংরিলা হোটেলে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বৈঠকটি শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেয়া হয়েছিল বলে জানানাে হয়েছিল কর্মকর্তাদের পক্ষ থেকে।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পন নিয়ে আলোচনা হয়েছে। ভারতে বসে উনি (শেখ হাসিনা) বিভিন্ন ইনসেনডিয়ারি আক্রমণাত্মক) মন্তব্য করছেন সেগুলা নিয়ে কথা হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর পানিবন্টন নিয়েও কথা হয়েছে।’

গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে আলোচনা ছিল।বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও, ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেননি বিষয়টি। ফলে শেষ মূহুর্ত পর্যন্তএক ধরণের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে।

শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন