থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়ার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বিমসটেক শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা অংশ নিয়েছেন।