ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩১, ৪ এপ্রিল ২০২৫

দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’

আগামী ১১ এপ্রিল ঢাকাসহ চারটি বিভাগীয় শহরে আয়োজন করা হচ্ছে ‘স্বাধীনতা কনসার্ট’। এই আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্টের সম্ভাব্য ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। 

তিনি বলেন, ‘বর্তমানে দেশীয় শিল্পীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। সেই প্রেক্ষাপটেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা থেকে এই কনসার্টের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

সুলতান টুকুর অভিযোগ, পূর্ববর্তী সরকারের সময়ে দেশীয় প্রতিভাকে উপেক্ষা করে ভারত থেকে শিল্পী আনা হতো। এখন সেই জায়গায় পাকিস্তানি শিল্পীদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যা খুবই দুঃখজনক। 

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বহু প্রতিভাবান শিল্পী রয়েছেন, যারা বিশ্ব দরবারেও দেশের নাম তুলে ধরেছেন। তাদের সম্মান জানাতেই এই কনসার্টের আয়োজন। এখানে কোনো দলীয় পরিচয় নয়, গুণী শিল্পীদেরই জায়গা দেওয়া হয়েছে। এমনকি যারা অতীতে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, তারাও বাদ পড়েননি।’

ঢাকাসহ চার বিভাগে প্রথম পর্যায়ের এই আয়োজন হলেও ধাপে ধাপে দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরেও ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির এই নেতা। কনসার্ট সফল করতে গণমাধ্যমের সহায়তা কামনার পাশাপাশি ঢাকা বিভাগের সাধারণ মানুষকে কনসার্টে অংশ নিতে আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন