শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩১, ৪ এপ্রিল ২০২৫
তিনি বলেন, ‘বর্তমানে দেশীয় শিল্পীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। সেই প্রেক্ষাপটেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা থেকে এই কনসার্টের পরিকল্পনা নেওয়া হয়েছে।’
সুলতান টুকুর অভিযোগ, পূর্ববর্তী সরকারের সময়ে দেশীয় প্রতিভাকে উপেক্ষা করে ভারত থেকে শিল্পী আনা হতো। এখন সেই জায়গায় পাকিস্তানি শিল্পীদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যা খুবই দুঃখজনক।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বহু প্রতিভাবান শিল্পী রয়েছেন, যারা বিশ্ব দরবারেও দেশের নাম তুলে ধরেছেন। তাদের সম্মান জানাতেই এই কনসার্টের আয়োজন। এখানে কোনো দলীয় পরিচয় নয়, গুণী শিল্পীদেরই জায়গা দেওয়া হয়েছে। এমনকি যারা অতীতে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, তারাও বাদ পড়েননি।’
ঢাকাসহ চার বিভাগে প্রথম পর্যায়ের এই আয়োজন হলেও ধাপে ধাপে দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরেও ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির এই নেতা। কনসার্ট সফল করতে গণমাধ্যমের সহায়তা কামনার পাশাপাশি ঢাকা বিভাগের সাধারণ মানুষকে কনসার্টে অংশ নিতে আহ্বান জানান তিনি।