শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৬, ৪ এপ্রিল ২০২৫
এতে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার জনকে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় ধাপে এই তালিকা মিয়ানমারকে দিয়েছে বাংলাদেশ।
এ ছাড়া আরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও নাম যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে, যা দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে দেশটি।
ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই অগ্রগতির কথা জানায় মিয়ানমার। সেখানে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে জানান, অবশিষ্ট ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার তথ্য যাচাই কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।
বৈঠকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণের প্রতি সমবেদনা জানায় বাংলাদেশ প্রতিনিধি দল। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুতির কথাও জানানো হয়।