শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৪, ৫ এপ্রিল ২০২৫
তালিকার শীর্ষস্থানে অবস্থান করা আয়ারল্যান্ডের স্কোর ১০৯। এ দেশটির পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন। তবে এই তালিকায় বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর এখানে মাত্র ৩৮। স্কোর অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।
এদিকে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক আগের অবস্থানে রয়েছে নেপাল। দেশটির স্কোর ৩৯.৫। অন্যদিকে বাংলাদেশের ঠিক পরে রয়েছে মিয়ানমার, স্কোর ৩৭.৫। এই তালিকায় ভারতের অবস্থানও বেশ পেছনের সারিতে। ৪৭.৫ স্কোর নিয়ে ভারত রয়েছে ১৪৮তম অবস্থানে। আবার ৩২ স্কোর তালিকায় পাকিস্তান ১৯৫তম অবস্থানে রয়েছে।
তবে আশ্চর্যের ব্যাপার হল তালিকায় শীর্ষ ১০টি স্থানের মধ্যে নয়টিই রযেছে ইউরোপীয় দেশগুলোর দখলে। এর মধ্যে সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দেশের পাশাপাশি লুক্সেমবার্গ ও মাল্টার মতো ছোট দেশও আছে। এদিকে ইউরোপের বাইরে
সর্বোচ্চ র্যাঙ্কধারী পাসপোর্ট হলো সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ডের। দেশ দুটি যৌথভাবে ১০ম স্থানে রয়েছে।
এর আগে ২০২৩ সালের মার্চে নোমাড পাসপোর্ট সূচকে শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এবার দেশটি ১০৬.৫ স্কোর নিয়ে ১০ম স্থানে নেমে এসেছে।