ঢাকা, রোববার, ০৬ এপ্রিল ২০২৫

২২ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১০, ৫ এপ্রিল ২০২৫

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ 

দীর্ঘ এক যুগ পর আবারও রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চলতি এপ্রিল মাসেই এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। সর্বশেষ ২০১২ সালে এমন সংলাপ হয়েছিল দুই দেশের মধ্যে।

প্রতিবেদনে বলা হয়, এবারের সংলাপে ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা ঠিক করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকেই গুরুত্ব দেবে উভয় পক্ষ। সংলাপে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। বাংলাদেশ পক্ষের নেতৃত্বে কে থাকবেন, সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 

এই আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাবে পারস্পরিক সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো। দুই দেশের মধ্যে একটি কার্যকর কূটনৈতিক প্ল্যাটফর্ম তৈরির দিকেও নজর দেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এই সফরকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ। 

সূত্র: ডেইলি পাকিস্তান

আরও পড়ুন