ঢাকা, রোববার, ০৬ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে রপ্তানি কমবে না, বরং বাড়বে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০৮, ৫ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে রপ্তানি কমবে না, বরং বাড়বে: প্রেস সচিব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি হ্রাস পাবে না, বরং তা আরও বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা এমন কিছু করব, যার ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে। আমি নিশ্চিত করে বলতে পারি, রপ্তানি কমবে না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে সরকারের উদ্যোগ প্রসঙ্গে শফিকুল আলম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ নিয়ে জরুরি বৈঠকও ডাকা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের করণীয় কী, মার্কিন প্রশাসনের কাছে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে—তা নিয়েই বৈঠকে আলোচনা হবে।’

সরকারের রপ্তানিবান্ধব মনোভাব তুলে ধরে প্রেস সচিব আরও বলেন, ‘বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব এবং রপ্তানিবান্ধব। আজকের বৈঠক থেকে ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে বলে আমরা প্রত্যাশা করছি।’ 
 

আরও পড়ুন