ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ভারতে ‘ওয়াকফ’ বিল পাস নিয়ে আসিফ নজরুলের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩০, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৫৬, ৬ এপ্রিল ২০২৫

ভারতে ‘ওয়াকফ’ বিল পাস নিয়ে আসিফ নজরুলের মন্তব্য

গত বুধবার (২ এপ্রিল) রাতে ভারতের লোকসভায় পাস হয়েছে বহু বিতর্কিত ওয়াকফ বিল। সেদিন লোকসভায় ২৮৮-২৩২ ভোটে পাস হয় বিলটি। নিম্নকক্ষে পাস হওয়ায় বিলটি এখন রাজ্যসভায় পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে পাস হলে বিলটি যাবে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি স্বাক্ষর করলে এটি পরিণত হবে আইনে। 

ওয়াকফ বিল পাস করা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, ‘বিলটি আইনে পরিণত হলে তা ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। তবে বিরোধী দলসহ প্রায় সব মুসলিম সংগঠনই বলছে, এই বিলটি আনাই হয়েছে ভারতের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার খর্ব করার জন্য।

ভারতে ওয়াকফ বিল পাস নিয়ে আজ রোববার (৬এপ্রিল) ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পোস্টে তিনি বলেন, ‘সম্প্রতি মোদী সরকার ভারতে মুসলমানবিরোধী আর একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশংকা করা হচ্ছে।’  

ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল আরও লেখেন, উল্লেখ্য, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্‌ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’ 

উপদেষ্টা আরও বলেন, ‘এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে।’ 

আসিফ নজরুল আরও বলেন, পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভূয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।

আরও পড়ুন