শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৫, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১২, ৭ এপ্রিল ২০২৫
আজ সোমবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় প্লেনারি সেশন। এই সেশনে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা আইন নিয়ে আলোচনা হচ্ছে। জানা গেছে তরুণ উদ্যোক্তাদের চিন্তাধারা ও তাদের কাজ নিয়ে আলোচনা হবে দুপুরে।
৪ দিনের এই সম্মেলনে আজ স্টার্টআপ, কাল নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং সামিট অনুষ্ঠিত হবে। এবং বুধবার অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট সামিট।
বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, ‘চলতি অধিবেশনে কোম্পানির ট্রেড লাইসেন্স করার পদ্ধতি সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে বলেও জানান তিনি। পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনের কাজও করছে সরকার।’
জানা গেছে, বিনিয়োগ সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, বহুজাতিক কোম্পানি স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি, কাপড়ের ব্র্যান্ড জিওর্ডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কলিন মেলভিল কেনেডি কারি।
এ ছাড়াও সম্মেলনে এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টের অংশ নেয়ার কথা রয়েছে। এদের পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।