শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৬, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০৩, ৭ এপ্রিল ২০২৫
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি এ পদে দায়িত্ব পালনকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। তার প্রচেষ্টায় ঢাকায় আজ থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিশ্বের প্রায় ৫০টি দেশের শীর্ষস্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নিয়েছেন।