ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা
Scroll
পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা
Scroll
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
Scroll
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ
Scroll
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ
Scroll
সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, কমেছে তেলের দাম
Scroll
রপ্তানিকারকদের উদ্বেগ: যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হওয়া শুরু
Scroll
ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু
Scroll
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
Scroll
রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৪০

অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় বাবর আলী, ওড়ালেন বাংলাদেশের পতাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০২, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০৩, ৭ এপ্রিল ২০২৫

অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় বাবর আলী, ওড়ালেন বাংলাদেশের পতাকা

হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বত জয় করলেন বাবর আলী। সোমবার(৭এপ্রিল) সকালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি ৮ হাজার ৯১ মিটার উচ্চ পর্বতের চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। বাবরের সঙ্গে আছেন গাইড ফূর্বা অংগেল শেরপা।

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের সত্ত্বাধিকারী মোহন লামসাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টজয়ী পর্বতারোহী অন্নপূর্ণা–১ জয়ের কৃতীত্ব দেখাতে সফল হয়েছে বাবর। 

ফরহান জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘অন্নপূর্ণা-১ শীর্ষে পৌঁছানোর মাধ্যমে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে। ওর কঠোর পরিশ্রম এবং নিরলস অধ্যবসায়ের প্রতিফলন এই সাফল্য। আমরা আশা করি এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

জানা গেছে, পর্বতারোহী বাবর আলী পেশায় একজন চিকিৎসক। এছাড়া তিনি চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। এর অগে গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন বাবর আলী।

অন্নপূর্ণা-১ পর্বত জয় করতেই গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে পাড়ি জমান বাবর আলী। কাঠমান্ডুতে প্রস্তুতিমূলক সব কাজ শেষ করে পোখারা হয়ে ২৮ মার্চ তিনি অন্নপূর্ণা বেজক্যাম্পে পৌঁছান। সেখানে একদিন বিশ্রাম নেন তিনি। এরপর উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প ১-এ (৫২০০ মিটার) দুই রাত এবং ক্যাম্প ২-এ (৫৭০০ মিটার) এক রাত কাটিয়ে আবার ২ এপ্রিল নেমে আসেন বেজক্যাম্পে। 

উল্লেখ্য, অন্নপূর্ণা-১ বিশ্বের দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত। তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক একটি শৃঙ্গ এটি।

আরও পড়ুন