শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৯, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:২৪, ৭ এপ্রিল ২০২৫
সোমবার (৭ এপ্রিল) দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গাজায় চলমান সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবে, যা পরে কেন্দ্রীয় গণবিক্ষোভে রূপ নিতে পারে।
এতে আরও জানানো হয়, সম্ভাব্য জনসমাগম ও যানজট পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সোমবার বিকেলে দূতাবাসের জনসেবা সীমিত করা হয়েছে। মার্কিন নাগরিকদের বিক্ষোভস্থল ও বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে এবং চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভও অনেক সময় সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করার পাশাপাশি আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে।
এ ছাড়া স্থানীয় সংবাদমাধ্যমের খবরে নজর রাখা এবং জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।