শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০০, ৭ এপ্রিল ২০২৫
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পর ইসরায়েলি সামরিক বাহিনীর টানা হামলায় বহু নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই হামলায় গাজায় মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অচল হয়ে পড়েছে, যা সংকটকে আরও তীব্র করে তুলেছে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েল অব্যাহতভাবে সহিংসতা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর উদ্দেশ্যে গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ, সর্বাধিক সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছে।
এছাড়া আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দায়িত্ব পালনে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে, যেন গাজার জনগণের জীবন রক্ষা এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করা যায়।
বাংলাদেশ আরও বলেছে, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠায় আলোচনার টেবিলে ফিরে আসা জরুরি। ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা বন্ধে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের পথকেই সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।
বাংলাদেশ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে, যা জাতিসংঘের প্রস্তাব, আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত।