শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০২, ৭ এপ্রিল ২০২৫
এসময় দুদক মহাপরিচালক সংবাদমাধ্যমকে জানান, ‘দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর ১১টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ৬৮ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি, তার ৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে।
খালিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।