শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৪, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:০১, ৮ এপ্রিল ২০২৫
পোস্টে আজহারি লেখেন, ‘বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহী এ গর্হিত কর্মে জড়িয়েছে, তারা মূলত সুযোগের অভাবে সৎ। তারা যেকোনো ভালো উদ্যোগকেই শেষ পর্যন্ত মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। এমনকি একটি স্মার্ট মুভমেন্টকেও মুহূর্তেই পণ্ড করে ফেলে। ফলে মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।’
তিনি আরও বলেন, ‘মুমিন কখনো এমন আচরণ করতে পারে না। প্রতিবাদের প্রতিটি ধাপ হতে হবে যৌক্তিক, পরিশীলিত ও বুদ্ধিদীপ্ত।’
এর আগে, সোমবার, আজহারি ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। ভিডিও বার্তায় তিনি বলেন, গাজায় চলমান ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এক বিশাল গণজমায়েত ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
আজহারি জানান, ‘ইনশাআল্লাহ, আমি নিজেই এই কর্মসূচিতে সশরীরে অংশগ্রহণ করব। সকলকে আহ্বান জানাচ্ছি—আপনারা দল-মত, পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গাজাবাসীদের পক্ষে এই প্রতিবাদে শরিক হোন।’