ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ধোঁয়াশা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০০, ৮ এপ্রিল ২০২৫

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ধোঁয়াশা 

সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন। এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, দুই পক্ষই সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে।  

তৌহিদ হোসেন এসময় বলেন, ‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হলেও, কিছু চূড়ান্ত হয়নি। এছাড়া ঢাকা-দিল্লি সম্পর্ক ঠিক রাখতে দুইপক্ষকে উত্তেজনামূলক বক্তব্য বাদ দিতে বলা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে কোনো চূড়ান্ত কথা হয়নি কাজেই আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি।’

পররাষ্ট্র উপদেষ্টা সংবাদমাধ্যমকে জানান, আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘সম্পর্ক দেশ ও মানুষের সাথে, কোনো দলের সাথে নয়।’ সম্প্রতি চীন ও থাইল্যান্ড সফর প্রত‍্যাশা অনুযায়ী ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

গেল সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল দুই দেশের সরকার প্রধানের প্রথম বৈঠক।

প্রসঙ্গত, এসময় উপদেষ্টা আরও জানান, চলতি মাসেই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
 

আরও পড়ুন